সোমবার   ১৮ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২৩ সফর ১৪৪৭

বৃষ্টির পানিতে তলিয়ে গেল হোয়াইট হাউস!

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’তে সোমবার এক ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে গোটা অঞ্চল। রেহাই পায়নি মার্কিন প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসও। প্রবল বৃষ্টিতে হোয়াইট হাউসের বেসমেন্ট অফিসেও পানি প্রবেশ করেছে।

অতি ভারী বর্ষণের ফলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। 
তারা জানিয়েছে, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রেগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ৩.৫ ইঞ্চি অর্থাৎ ৮.৪ সেমি (১২০০-১৩০০ জিএমটি) বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পানি জমে গেছে। এর আগে ১৯৫৮ সালে এক ঘণ্টায় ২.২ ইঞ্চি অর্থাৎ ৫.৬ সেমি বৃষ্টিপাত হয়েছিল। 

সকলকে উঁচু স্থানে আশ্রয় নেবার জন্য পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড জানিয়েছেন, ১৮৭১ সালের পর এই নিয়ে সপ্তমবার জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল।

উত্তর-পশ্চিমে, আরলিংটন ও ভার্জিনিয়াতেও সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত প্রায় ৫ ইঞ্চি অর্থাৎ ১২.৭ সেমি বৃষ্টিপাত হয় বলে জানিয়েছেন চেনার্ড। 
মেট্রো স্টেশনগুলির সিলিংয়ের মাধ্যমে ভেতরে পানি ঢুকে যাওয়ার কারণে সেখানকার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানি ঢুকে গেছে ওয়াশিংটনের জাদুঘর ও স্মৃতিসংগ্রহশালাগুলোতেও, ফলে সেগুলি বন্ধ করে দিতে হয়েছে। 

এছাড়া জমে যাওয়া পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে পড়ায় সেখান থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ডিসি ফায়ার ও ইএমএস জানিয়েছে, দিনের মাঝামাঝি পর্যন্ত ১৫টি গাড়ির চালককে উদ্ধার করা হয়েছে।

বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্যে হলুদ রাবার লাইফবোট ব্যবহার করছেন উদ্ধারকারীরা। টুইটারের ছবিতে দেখা যাচ্ছে কিভাবে পেনসিলভানিয়া এভিনিউয়ের একটি অফিসের চেয়ার এবং টেবিল জলে ভাসছে।

সূত্র : এনডিটিভি