সোমবার   ১৮ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার নগরীর লাভলেইন, এক কিলোমিটার ও চকবাজার ডিসি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- নাজমা বেগম (৪০), মো. নোমান (১৮) ও আব্দুর রশিদ (৭০)।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, লাভলেইন ঝাউতলা এলাকায় টিনশেডের বাসায় থাকতেন নাজমা। সকালে বৃষ্টিতে বাসার টিনের সাথে বিদ্যুতের তার লেগে যায়। তখন টিনের সাথে হাত লাগলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় তিনি।

পরিবারের সদস্যরা নাজমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় সৌদিয়া গ্যারেজে কাজ করার সময় বিদ্যুতায়িত হন নোমান।

সহকর্মীদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, গাড়ির গ্যারেজে কাজ করার সময় নোমান বিদ্যুতায়িত হয়। বিকালে সহকর্মীরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চকবাজার থানার ডিসি রোড এলাকায় নিজ বাসায় আব্দুর রশিদ বিদ্যুতস্পৃষ্ট হয় বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েখ হামিদ জানান।

তিনি বলেন, বাসায় বিদ্যুতের সুইচ দেয়ার সময় রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।