বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৬ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন।

শনিবার মক্কা নগরীতে সেলিম (৫৬) নামে ওই ব্যক্তি মারা যান। তিনি মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর বিকে ০৫৭৭৫৬৪।

মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১২ হাজার ৫৮৩ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন।