বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

অর্থের তোড়ায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

তিন বছর ধরে। কিন্তু প্রেমিকা কিভাবে বিয়ের প্রস্তাব দিবেন সেটা ভেবে পাচ্ছিলেন না। অনেক ভেবে-চিন্তে অবশেষে একটা আইডিয়া পেলেন চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের জেংজু এলাকার বাসিন্দা মা জানকাও।

আইডিয়াটি একদমই অভিনব। তা হলো ফুলের তোড়া নয়, বরং বান্ধবীকে অর্থের তোড়া দিয়ে বিয়ের প্রস্তাব দেন জানকাও। আর এমন প্রস্তাবে রাজিও হয়ে গেলেন প্রেমিকা। 

বিয়ের প্রস্তাব দেয়ার সময় জানকাও বান্ধবীকে বলেন, এখন থেকে তোমাকে সুন্দর থাকতে হবে। আর আমি-ই হবো সংসারের উপার্জনকারী।