শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

‘কুকুরকে ২৪ ঘণ্টা বেঁধে রাখলে দেয়া হবে কারাদণ্ড’

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

কুকুরকে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় বেঁধে রাখলে কারাদণ্ড দেয়া হবে। রোববার জাতীয় সংসদে পাশ হওয়া এক বিলে এই বিধান রাখা হয়েছে।

এদিন জাতীয় সংসদের অধিবেশনে মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ‘প্রাণি কল্যাণ বিল-২০১৯’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। 

এতে বলা হয়েছে, কুকুরের শরীর চর্চার জন্য কোনো প্রকার চলাফেরার সুযোগ না দিয়ে একটানা ২৪ ঘণ্টা বা তার বেশি সময় বেঁধে রাখলে বা আটকে রাখলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। 

এছাড়া শারীরিকভাবে অনুপযুক্ত কোনো প্রাণিকে পরিবহন কাজে বাহক হিসেবে ব্যবহার করা যাবে না এবং তা করলে অপরাধ হিসেবে গণ্য হবে। 

এই বিলে আরো বলা হয়েছে, প্রত্যেক প্রাণির মালিক বা তত্ত্বাবধানকারীর ওই প্রাণির প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা দায়িত্ব। এছাড়া যৌক্তিক কারণ ছাড়া নিষ্ঠুর আচরণ থেকে বিরত থাকতে সুনির্দিষ্ট বিধানও রাখা হয়েছে। 

একই সঙ্গে প্রাণিকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয়ভাবে প্রহার, প্রয়োজনীয় খাদ্য না দেয়া, বসবাসের যথাযথ ব্যবস্থা না করা, উত্ত্যক্ত করা, ক্ষতিকর ওষুধ প্রয়োগ, আহত প্রাণির চিকিৎসা না করা, অনুমোদন ছাড়া বিনোদন বা ক্রীড়ায় ব্যবহার করাতে প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ হিসাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

এছাড়া পোষা প্রাণির বাণিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনাকে নিবন্ধনের আওতায় আনার বিধান করা হয়েছে। বিলে নিষ্ঠুরতা বা অন্য কোনো কারণে আহত প্রাণির চিকিৎসা এবং তত্ত্বাবধানেরও বিধানও রাখা হয়েছে।

 এই বিলে উল্লেখিত বিধান লঙ্ঘনকে অপরাধ হিসেবে গণ্য করে বিচার ও সুনির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে। এই আইনে সংগঠিত অপরাধ প্রমাণ হলে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।