বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আ.লীগের উপদেষ্টা হলেন খালেদা জিয়ার প্রাক্তন উপদেষ্টা ইনাম

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৭ এএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

সাবেক বিএনপি নেতা ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি। 

রোববার (৭ জুলাই) দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। 

গত বছরের ১৯ ডিসেম্বর কূটনীতিক ইনাম আহমেদ চৌধুরী বিএনপি ছেড়ে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। তার আগে তিনি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। 

উল্লেখ্য, ইনাম আহমদ চৌধুরী গত বিএনপি সরকারের আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন।

এছাড়া ইনাম আহমেদ চৌধুরী একসময় ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপরে বইও লিখেছেন।