বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫   আষাঢ় ২৬ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

পার্টির কারণে ডুবে মারা গেলেন ‘বিগ বস’ বিজয়ীর ভাই!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো- বিগ বস ৯ এর বিজয়ী প্রিন্স নারুলার বড় ভাই রূপেশ নারুলা। কানাডায় সমুদ্রের পাশে পার্টি চলাকালীন সময় পানিতে ডুবে মারা যান। গেল সোমবার টোরেন্টর ব্লাফার্স পার্ক বিচে পার্টির সময় এমন ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ঘটনার সময় বন্ধ‌ুবান্ধবের সঙ্গে পার্টি করছিলেন রূপেশ। সে সময় জোরালো ঢেউয়ের ধাক্কায় প্রায় সকলেই ভেসে যান। দুর্ভাগ্যবশত রূপেশ সাঁতার জানতেন না।

এদিকে, কিছুদিন আগেই বিয়ে হয়েছে তার ভাই প্রিন্স নারুলা ও যূবিকা চৌধুরির। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কানাডায় উড়ে যান তারা। বিগ বসের ঘর থেকেই প্রেমে মজেছিলেন প্রিন্স আর যূবিকা। বিগ বস শেষ হলেও তাদের প্রেমপর্ব শেষ হয়নি। অবশেষে গত ১২ অক্টোবর বিয়ে করেন তারা।