রহমতগঞ্জের সঙ্গে মুক্তিযোদ্ধার পয়েন্ট ভাগাভাগি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৬ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ।
শনিবার বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
ম্যাচের ২৫ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদের আসিফ হোসেন রিমনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭ মিনিটে রহমতগঞ্জের রাকিবুল ইসলামের দুর্দান্ত শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মুক্তিযোদ্ধার বিদেশি ফুটবলার বাল্ল ফামুসার শট ঠেকিয়ে দেন রহমতগঞ্জের হামিদুর রহমান রেমন। ৬১ মিনিটে রহমতগঞ্জের সুজন মিয়া মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে মুক্তিযোদ্ধার ডি-বক্সে ঢুকে পড়লেও গোল করতে ব্যর্থ হন। ৯০ মিনিটে রহমতগঞ্জের বিদেশি ফুটবলার ল্যান্ডিং ডারবোর দুর্দান্ত শট ঠেকান মুক্তিযোদ্ধার গোলরক্ষক।
আক্রমণ পাল্টা আক্রমণে কোনো দলই গোল করতে পারেনি। এতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
এ ম্যাচ শেষে ১৯ ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে রহমতগঞ্জের পয়েন্ট ১৭।