অপূর্ণতা নিয়ে দেশে ফিরছেন টাইগাররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০০ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপ মিশন শেষ করে আজ শনিবার দেশের উদ্দেশে লন্ডন ছাড়ছেন ক্রিকেটাররা। যদিও দলের সঙ্গে ফিরছেন না সাকিব আল হাসান।
স্থানীয় সময় শনিবার রাত সোয়া ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডন ছাড়বে বাংলাদেশ দল। স্থানীয় সময় রাতে যাত্রা করে মাশরাফিরা বাংলাদেশ সময় রোববার বিকাল ৫টা ২০ মিনিটে অবতরণ করবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজও ইংল্যান্ডে থেকে যাচ্ছেন। টুর্নামেন্টের মাঝপথে তার স্ত্রী এসেছেন বিশ্বকাপ দেখতে। তাকে সঙ্গে নিয়ে কিছুদিন ঘুরে বেড়ানোর কথা তরুণ এই অলরাউন্ডারের। এছাড়া বিশ্বকাপে এক ম্যাচও না খেলা আবু জায়েদ রাহী, তামিম ইকবাল থাকছেন লন্ডনে। এরা ছাড়া বাকিদের দেশে ফেরার কথা।
সেমির প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি এবার। নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই শেষ চারের আশা শেষ হয়ে যায় তাদের।
আসরে ৯ ম্যাচের ৮টিতে জয় পেয়েছে তিনটি, সঙ্গে পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে পাওয়া ৭ পয়েন্টে সপ্তম স্থানেই বিশ্বকাপ মিশন শেষ হয়েছে টাইগারদের।