তামিম ইকবালের ফেসবুক পেজ গায়েব!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৮ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের একজন তামিম ইকবাল। ড্যাসিং এ ক্রিকেটার দেশের পাশাপাশি বিদেশেও সুপরিচিত। ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ভেরিফাইড একটি ফেসবুক পেজ ব্যবহার করেন তিনি।
তবে শনিবার দুপুরের পর থেকে তার ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পেজ খুজে না পাওয়ার কোন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে রিপোর্ট করে ফেসবুক আইডি ডিজেবল বা তামিম ইকবাল নিজেই ফেসবুক পেজ ডিএক্টিভ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তামিম। একটি পঞ্চাশোর্ধ ইনিংস থাকলেও বাকি ইনিংসগুলোয় ছিলেন চরম ফ্লপ।
ফিল্ডিংয়েও করেছেন নানা ভুল। প্রশ্ন উঠেছে তার ফিটনেস নিয়েও। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তামিম।
সেই সমালোচনা থেকে বাঁচতেই কি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজটি বন্ধ করে দিলেন তামিম? সঠিক কারণ এখনও জানা যায়নি।
এর আগেও একবার এমন কাজ করেছিলেন তামিম। চারদিক থেকে আসা সমালোচনা সহ্য করতে না পেরে আগেও একবার ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছিলেন তিনি।
তাই তার খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই প্রচুর আলোচনা-সমালোচনা চলছিল। দর্শকদের এ বিপুল নেতিবাচক আক্রমণও তার ফেসবুক পেজ না থাকার একটি কারণ হতে পারে।