শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

বিশ্বকাপ থেকে কত টাকা পেলো টাইগাররা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

এবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ। সেমিফাইনালের লক্ষ্যে বিশ্বকাপ যাত্রা করলেও শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে গ্রুপ পর্ব শেষেই।

এবারের বিশ্বকাপে আইসিসি প্রতিটি ম্যাচের জন্য রেখেছিল প্রাইজমানির ব্যবস্থা। তাই বিশ্বকাপ শেষে কতো আয় করলো টাইগাররা, এ প্রশ্ন মনে আসতেই পারে। 

১০ দলের বিশ্বকাপ বাংলাদেশ শেষ করেছে ৭ম স্থানে থেকে। আজ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতলে বাংলাদেশের অবস্থান হবে অষ্টম। গ্রুপ পর্বে বাংলাদেশ ৯ ম্যাচের ভেতর জয় পেয়েছে ৩ ম্যাচে। 

 

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪০,০০০ ডলার পুরস্কার রেখেছে আইসিসি। ৩ ম্যাচ জয়ের কারণে বাংলাদেশ পাচ্ছে ১২০,০০০ ডলার। এছাড়া গ্রুপ পর্বে আটকে যাওয়া প্রতিটি দলকে অতিরিক্ত ১০০,০০০ ডলার দেবে আইসিসি। বিসিবির প্রাপ্তিতে যুক্ত হচ্ছে এই টাকাও। 

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ থেকেও কিছু লাভ পাচ্ছে বিসিবি। ৪০,০০০ ডলার বাংলাদেশ ও শ্রীলংকা দু’দলকেই ভাগ করে দেওয়া হবে। তাই জয় না পেলেও ২০,০০০ ডলার পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

সবমিলিয়ে এ বিশ্বকাপে আইসিসি থেকে বাংলাদেশ সর্বমোট (১২০০০০+১০০০০০+২০০০০=) ২,৪০,০০০ ডলার পাবে। বাংলাদেশী মুদ্রামানে যা প্রায় ২ কোটি টাকা।