বিশ্বকাপে সেমিতে কে কার মুখোমুখি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৪ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

আগের দিনই চূড়ান্ত হয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। শনিবার ঠিক হয়ে গেল সেমিফাইনালের লাইনআপও।
টুর্নামেন্টের অনেকটা সময়জুড়েই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া প্রথম পর্বের শেষ দিনে হারিয়েছে রাজত্ব। শনিবার দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে যায় ভারত।
দিনের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষে ফেরার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। তবে অসিরা সুযোগ কাজে লাগাতে পারেনি, হেরে গেছে প্রোটিয়াদের কাছে। ফলে দুই নম্বরে থেকে সেমিফাইনালে খেলতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালে খেলবে চারে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। আর বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও তিনে থাকা স্বাগতিক ইংল্যান্ড।
১৪ জুলাই লর্ডসে হবে ফাইনাল। কোন দুই দল সেই ফাইনালের টিকিট পায়, সেটাই এখন দেখার।