প্রোটিয়াদের জয়ে বিশ্বকাপে অষ্টম বাংলাদেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৭ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপে আস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে তারা উঠে গেছে সাত নম্বরে, অস্ট্রেলিয়াকে নামিয়ে দিয়েছে দুই নম্বরে এবং বাংলাদেশকেও পাঠিয়েছে আট নম্বরে।
নিজেদের নয় ম্যাচ শেষে ৩ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই ছিলো বাংলাদেশ। সমান ম্যাচে সমান জয় ও পরিত্যক্ত ম্যাচে সমান ৭ পয়েন্ট দক্ষিণ আফ্রিকারও। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় সপ্তম হলো প্রোটিয়ারা, বাংলাদেশ নেমে গেল আট নম্বরে।
এদিকে দক্ষিণ আফ্রিকার এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। কারণ ৯ ম্যাচ শেষে ৭ জয় ও ২ পরাজয়ে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ৭ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ভারতের রয়েছে ১৫ পয়েন্ট।
ফলে এক নম্বর দল হয়েই সেমিফাইনালে গেল ভারত। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় হয়ে সেমিতে যাওয়া অস্ট্রেলিয়াকে খেলতে হবে তিন নম্বরে থেকে শেষ চারে যাওয়া স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরি ও ফন ডার ডুসেনের ৯৫ রানের ইনিংসে ভর করে দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৩২৫ রানের বড় সংগ্রহ।
জবাবে ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেললেও ৩১৫ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। দশ রানের দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩২৫/৫ (ডু প্লেসিস ১০০, ভেন দার ডুসেন ৯৭, ডি কক ৫২, মার্কওরাম ৩৪, ডুমিনি ১৪, ফেহালুকাওয়ে ৪*, প্রিটোরিয়াস ২*)।
অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ৩১৫/১০ (ওয়ার্নার ১২২, অ্যালেক্স ক্যারি ৮৫, স্টয়নিস ২২, উসমান খাজা ১৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ রানে।