শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

হকির আন্তর্জাতিক আসর বসবে ঢাকায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

দীর্ঘ দিন পর হকিতে এসেছে নির্বাচিত কমিটি। আর কমিটির তত্ত্ববধানেই আগামী বছর ঢাকায় বসবে আন্তর্জাতিক হকির দুইটি আসর।

প্রায় দু’বছর আগে ঘরের মাঠে হকি এশিয়া কাপের আয়োজনের সফল সমাপ্তি করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরাম ওই সময় এতটাই খুশী হয়েছিলেন যে আন্তর্জাতিক ভেন্যু দিতে চেয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু ওই সময়ের চালকরা সাফ সাফ জানিয়েছেন আন্তর্জাতিক আসর করার জন্য যথেস্ট টাকা নেই বাহফের তহবিলে। যে কারণে টুর্নামেন্ট আয়োজনে পিছিয়ে যায় বাহফে।

এবার নতুন কমিটি এসে আন্তর্জাতিক যোগাযোগে এগিয়ে গেল কয়েক ধাপ। আগামী বছর বাংলাদেশের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও জুনিয়র এশিয়া কাপ! তারা বুঝিয়ে দিলো আন্তজাতিক আসরের জন্য টাকা নয়- ইচ্ছাই যথেস্ট। 

বাহফে থেকে এই দুটি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিলে সম্মতি প্রদান করে এশিয়ান হকি ফেডারেশন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় যোগ দেন বাহফে সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার ও সাজেদ এ. এ. আদেল। এএইচএফ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায়, আগামী বছর বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি ও জুনিয়র এশিয়া কাপের আয়োজক হওয়ার প্রস্তাব গৃহিত হয়েছে।

এএইচএফ-এর প্রারম্ভিক সভায় যোগ দেয়া বাহফে সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার জানান, আগস্টে হকির এই দুটি বড় ইভেন্ট আয়োজন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে এশিয়ান হকি ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশন।