বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

মাদরাসা মানেই জঙ্গি-শিবির নয় : মমতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডির মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যকে বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত উল্লেখ করে মমতা বলেছেন, মাদরাসা মানেই জঙ্গি-শিবির তা বলা যায় না।

সম্প্রতি লোকসভায় কিষেণ রেড্ডি বলেছিলেন, পশ্চিমবঙ্গের একাংশ মাদরাসা জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে।

 

শুক্রবার বিধানসভায় মমতা বলেন, ‘এ বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছিল। গত ২৮ জুন তার জবাব কেন্দ্র আমাদের থেকে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছি, প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের জবাব না দিয়ে কেন্দ্র নিজেদের মতো করে জবাব দিয়েছে।’

মমতার কথায়, ‘এই ধরনের ঘটনা প্রায়ই হচ্ছে। আমাদের বক্তব্য জানিয়ে ওরা নিজেদের মতো করে যা ইচ্ছে বলছে। এটা ঠিক না।’

যদিও রাজ্য সরকার কেন্দ্রকে ঠিক কী জবাব দিয়েছিল তা এ দিন বিধানসভায় জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন, ‘যারা সমাজবিরোধী, তাদের কোনও ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদরাসা মানেই টেরোরিস্ট হাব তা বলা যায় না। ধর্মের ভিত্তিতে একজন আরেক জনকে সন্ত্রাসবাদী বলছে, এটা এ ভাবে বলা যায় না।

মমতা আরো বলেন, যদি কোথাও কোনো ঘটনা ঘটে তা হলে কেন্দ্র আমাদের জানাতে পারে। আইন সবার জন্য এক। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ করা ঠিক না।’