বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

ইরানকে ফের সাবধান করলেন ট্রাম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

ফের ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ জার্সিতে নিজের অবকাশযাপন কেন্দ্রে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের ব্যাপারে কী ঘটে তা আমরা সবাই দেখব। ইরানকে আমি অনেক বেশি সাবধান করে দিচ্ছি।

এদিকে গত বুধবার প্রেসিডেন্ট রুহানি বলেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হলে তার দেশ এ সমঝোতার আরও কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে। তিনি বলেন, ইরান ৭ জুলাই থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার নির্ধারিত মাত্রা মানবে না বরং নিজের প্রয়োজনে যেকোনো মাত্রায় ইচ্ছা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।