বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

সেলফি তুলতে গিয়ে স্পেনে দু’জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

সেলফি তুলতে গিয়ে স্পেনের আলিকান্তে প্রদেশের ওরিউয়েলা সমুদ্র উপকূলে দুই বৃটিশ যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার স্থানীয় সময় বিকালে সমুদ্র সৈকত থেকে ১২ মিটার গভীরে পতিত হয়ে তাদের মৃত্যু বলে জানিয়েছে স্প্যানিশ সিভিল গার্ড।

জানা যায়, ২১ ও ২২ বছর বয়সী বৃটিশ দুই যুবক আলিকান্তের ওরিয়েলায় সমুদ্র সৈকত থেকে ১২ মিটার উপরে হাঁটছিল। ঐ দুই যুবক তখন নিজেদের মোবাইল দিয়ে সেলফি তোলার সময় নিজেদের ভারসাম্য হারিয়ে রেলিং থেকে নিচে পড়ে যায়। তাদের একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে আলিকান্তে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় পরের দিন বৃহস্পতিবার (৪ জুলাই) ঐ যুবকেরও মৃত্যু হয়। তবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত,  ‘সেলফিগ্রাফিক’ ওয়েবসাইটের তথ্য অনুসারে ২০১৬ সালে প্রতিদিন প্রায় ১ মিলিয়ন মানুষ বিভিন্ন মাধ্যমে সেলফি শেয়ার করেছে। অন্য একটি জরিপ মতে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বে সেলফি সংশ্লিষ্ট ৪৯ জন মানুষের মৃত্যু হয়েছে, যাদের গড় বয়স ২২ বছর এবং তাদের ৭৫ শতাংশই পুরুষ।