রোববার দেশে ফিরবেন টাইগাররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১০ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

বাংলাদেশের বিশ্বকাপ মিশন আগেই শেষ হয়ে যায়। আজকের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। নিয়মরক্ষার হলেও এ ম্যাচে জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু এক বুক হতাশা নিয়ে ফিরতে হচ্ছে মাশরাফী-সাকিবদের।
দলের নির্ভরযোগ্য সুত্রে জানা গিয়েছে রোববার বাংলাদেশ সময় বিকেলে ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা।
এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড-ওয়েলসে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে গত ১ মে তারিখে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রোববার দেশে ফিরছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে খেলা আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপে মেলেনি আশানুরূপ ফল। সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে টাইগাররা। একটি পরিত্যক্ত ম্যাচসহ ঝুলিতে জমা পড়েছে মাত্র ৭ পয়েন্ট।