ব্যর্থ তামিম!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০১ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

অনেক প্রত্যাশা ছিল তামিম ইকবালের কাছে। কিন্তু বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ভক্তদের দাবির খুব অল্পই মেটাতে পেরেছেন। ব্যাট হাতে আরেকটি সাদামাটা বিশ্বকাপ কাটালেন বাঁহাতি মারকুটে ওপেনার তামিম ইকবাল। বরাবরই হয়েছেন ব্যর্থ। করেছেন ছন্নছাড়া ব্যাটিং।
বাংলাদেশ ৯ ম্যাচের একটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি তিনটি জয় এবং হেরেছে পাঁচ ম্যাচ। গোটা বিশ্বকাপে তামিমের স্ট্রাইক রেট ৭০.৬৪ রেটে মোট ২৩১ রান। ব্যাটিং গড় ২৮.৮৭। কিন্তু এই পারফরম্যান্স তামিমের নামের সঙ্গে ঠিক মানানসই নয়। গেল চার বছরের পরিসংখ্যান ঘাঁটলেই বোঝা যায়। ২০১৫ সালে তামিমের ব্যাটিং গড় ছিল ৪৬.৩৮, ২০১৬ সালে ৪৫.২২, ২০১৭ সালে ৬৪.৬০ ও ২০১৮ সালে ৮৫.৫০।
আসরে প্রতিটি ম্যাচেই দুই অঙ্কে পৌঁছেছেন তামিম। জাগিয়েছেন বড় ইনিংস খেলার সম্ভাবনা। তবে আশার বেলুন চুপসে যেতেও সময় লাগেনি। কেবল একটি ম্যাচেই পেয়েছেন হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৬২ রান। তার বাকি ইনিংসগুলো হলো যথাক্রমে ১৬, ২৪, ১৯, ৪৮, ৩৬ ও ২২, ৮।
উইকেটে মানিয়ে নেয়ার পর বারবার অল্প রানে আউট হয়েছেন তামিম। তাছাড়া তিনটি বিশ্বকাপে (২০০৭, ২০১১ ও ২০১৫) খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডের মাটিতে কাজে লাগানোর কথা থাকলেও ব্যর্থ তামিম।