মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সাকিবের ৬০০ রান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৩ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

এবারের বিশ্বকাপে সাকিব যেনো আবির্ভূত হয়েছেন নতুন রূপে। ব্যাট বল দুদিকেই সমানতালে লড়ে যাচ্ছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।

আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে গড়লেন নতুন আরেকটি রেকর্ড। স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। 

এ বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। একই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক আসরে ৬০০ রানও করলেন সাকিব আল হাসান। 

 

এ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চূড়ায় রয়েছেন সাকিব।

তবে প্রতিনিয়ত যেনো নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। তারই প্রতিফলন সাকিবের এমন অতিমানবীয় পারফর্মেন্স।