শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

যেমন ছিল মাশরাফীর বিশ্বকাপগুলো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫২ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

মাশরাফির বিশ্বকাপ অভিষেক হয় ২০০৩ সালে। প্রথম ম্যাচ খেলেন কানাডার বিপক্ষে। সে ম্যাচে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে কানাডার ব্যাটসম্যান ডেভসনকে আউট করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন তিনি। সেই শুরুর পর বিশ্বকাপে এখনো নড়াইল এক্সপ্রেস খেলেছে ২৩ ম্যাচ, উইকেট সংখ্যা ১৯টি। 

মাশরাফী বিশ্বকাপে মোট ১৮০ ওভার ২ বল করেছেন। এর মাঝে নিয়েছেন ১১টি মেডেন, ইকোনমি ৫.৩৫। 

বিশ্বকাপে ব্যাটিং ও ক্যাচের পরিসংখ্যান
যেহেতু তিনি বোলার, তাই  বিশ্বকাপে ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেননি মাশরাফী। ২৩ ম্যাচের ১৭ ইনিংসে মাঠে নেমে ৩বার ছিলেন অপরাজিত। এর মাঝে ২ বার আউট হয়েছেন কোন রান না করেই। ব্যাট হাতে ১৩.১৪ গড় আর ৮০.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪ রান। ফিল্ডার হিসেবে ক্যাচ ধরেছেন ৫ টি।

 

বিশ্বকাপে যখন মাশরাফি অধিনায়ক
সর্বশেষ খেলা ২ বিশ্বকাপেই মাশরাফী অধিনায়কত্ব করছেন টীম টাইগার্সের। তার অধিনায়কত্বেই বিশ্বকাপে প্রথমবার নক-আউট পর্বে পৌঁছায় বাংলাদেশ। তার নেতৃত্বে ১৩ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে টাইগাররা, হেরেছেন ৭টিতে। ১৩ ম্যাচের পাঁচটিতে জিতেছেন টস।

খেলোয়াড় ও অধিনায়ক এ দুই অবস্থাতে যে খুব খারাপ করেননি মাশরাফী, পরিসংখ্যান যেনো সে কথাই বলছে।