সর্বকালের সর্বোচ্চ রানের তালিকায় ৯ নম্বরে সাকিব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫১ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

ক্রিকেট বিশ্বকাপের এবারের সংস্করণে সাকিব দেখা দিয়েছেন নতুন রূপে। রানের ফোয়ারা ছুটিয়ে এরইমধ্যে এ আসরের রান সংগ্রাহকের তালিকার সর্বোচ্চ স্থানে আছেন সাকিব আল হাসান।
তবে সাকিবভক্তদের জন্য সুখবর, বিশ্বকাপে সর্বকালের রান সংগ্রাহকের তালিকার সেরা দশে উঠে এসেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ১০৮১ রান নিয়ে তালিকার ১৩তম স্থানে ছিলেন সাকিব। ব্যাট হাতে নামার পর প্রথমে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ান গ্রেট অ্যাডাম গিলক্রিস্টকে। এরপর শ্রীলংকান গ্রেট জয়াবর্ধনেকে ছাড়িয়ে উঠে আসেন সেরা দশে।
৩২ রান করার মাধ্যমে নবম স্থানে থাকা দিলশানকেও ছাড়িয়ে যান সাকিব। উঠে আসেন তালিকার নবমে। আর ৩৬ রান করলেই তিনি জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে ৮ম স্থানে উঠে আসবেন।
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
১/ শচীন টেন্ডুলকার (৪৫ ম্যাচে ২২৭৮ রান)
২/ রিকি পন্টিং (৪৬ ম্যাচে ১৭৪৩ রান)
৩/ কুমার সাঙ্গাকারা (৩৭ ম্যাচে ১৫৩২ রান)
৪/ ব্রায়ান লারা (৩৪ ম্যাচে ১২২৫ রান)
৫/ ডি ভিলিয়ার্স (২৩ ম্যাচে ১২০৭ রান)
৬/ ক্রিস গেইল (৩৫ ম্যাচে ১১৮৬ রান)
৭/ জয়সুরিয়া (৩৮ ম্যাচে ১১৬৫ রান)
৮/ জ্যাক ক্যালিস (৩৬ ম্যাচে ১১৪৮ রান)
৯/ সাকিব আল হাসান (২৯ ম্যাচে ১১১৩ রান)*
১০/ তিলকরত্নে দিলশান (২৭ ম্যাচে ১১১২ রান)