বুধবার   ০৮ মে ২০২৪   বৈশাখ ২৫ ১৪৩১   ২৯ শাওয়াল ১৪৪৫

প্রার্থীর ভাড়া করা হাতির পায়ে পিষ্ট কিশোর! 

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে শাকিল মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  বুধবার (২৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁও উপজেলার মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের সাগর মিয়ার ছেলে। সে এলাকার রিক্সা চালক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার হোলসিম সিমেন্ট কারখানার কর্মরত শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ মিয়া সাধারণ সম্পাদক পদে দাড়ান। তার প্রতীক হাতি হওয়ায়, সে ভোটারদের সামনে হাতি ভাড়া করে আনে। এ সময় শাকিল নামে ওই কিশোর হাতিটিকে রুটি খাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে হাতিটি তার সুর দিয়ে পেচিয়ে পা দিয়ে পিষ্ট করে তাকে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে হাতির পায়ে পিষ্ট হয়ে শাকিল মিয়া নিহতের খবর ছড়িয়ে পড়লে হাতির মালিক লিটন মিয়াকে স্থানীয়রা আটক করে পিটিয়ে আহত করে।