বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষ সময়ে জোর প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন। তাই শেষ সময়ে বুধবার (২৬ ডিসেম্বর) নিজ নিজ সংসদীয় এলাকায় জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিটি পাড়া মহল্লায় মিছিল, মিটিং, জনসভা করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোট প্রার্থনা করছেন নিজ নিজ প্রতীকে।
 

টেকনাফ থেকে তেতুলিয়া, দেশের সর্বত্র এখন চলছে ভোটের হাওয়া। আর প্রচারণার সময় শেষ হয়ে আসায় প্রার্থীদের ভোট প্রার্থনার ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের স্বস্তিপুরে পথসভায় করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। এসময় তিনি নির্বাচন বানচালে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন।

কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, 'বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলেই তারা সুপরিকল্পিতভাবে প্রথম থেকেই নির্বাচন বর্জন ও বানচাল করার চক্রান্ত করে আসছিল।

ঠাকুরগাঁও: শেষ সময়ের প্রচারণায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালন তার স্ত্রী রাহাত আরা। পরে তিনি সংবাদ সম্মেলন করে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেন।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বলেন, 'আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানোর জন্য যারা পাড়ায় পাড়ায় অস্ত্র নিয়ে বের হচ্ছে, আপনারা (সরকার) তাদেরকে সামলান। তাদের থামান। তা না হলে এই নির্বাচন কখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।'
 


বরিশাল: উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন কেদাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় মহাজোটের প্রার্থী শামীম ওসমানের পক্ষে মিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে নৌকায় ভোট চান তারা।

পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী রেজাউল করিম খান চুন্নু দুপুর থেকে প্রচারণায় নামেন। এসময় তিনি সদর উপজেলার চাকলাহাট এলাকায় ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।

সিরাজগঞ্জ: বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিরাজগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নাসিম কাজিপুরে নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট চান।

ভোলা: ভোলা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ সন্ধ্যায় নির্বাচনী জনসভায় অংশ নেন। এসময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকায় ভোট প্রার্থনা করেন।

বাগেরহাট: বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের তরুণ প্রার্থী শেখ সরহান নাসের তন্ময় বিকেলে কচুয়া উপজেলার বাধাল বাজার মাঠে জনসভা করেন। এসময় তিনি জনগণের সেবায় সুযোগ দিতে নৌকা প্রতীকে ভোট চান।

অন্যান্য: গাজীপুর, যশোর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালীসহ সারাদেশে বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে সমর্থন আদায়ে প্রচারণা চালান।