শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

এবারের বিশ্বকাপের বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ। সেমি-ফাইনাল অনিশ্চিত হয়ে যাওয়ায় লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য এখন নিছক আনুষ্ঠানিকতা। ঐতিহ্যবাহী লর্ডসে এই লড়াইয়ে টসে হেরে প্রথমে বোলিংয়ে নামতে যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। 

ম্যাচটিতে বাংলাদেশের এখন একটিও চাওয়া। জয়ের সুখস্মৃতি নিয়ে বাড়ি ফেরা। সেই লক্ষ্যে ম্যাচটিতে নিজেদের সেরাটা খেলার জন্য প্রস্তুত তারা।

লড়াইটিতে টস জেতায় সেমি-ফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে পাকিস্তান। সরফরাজদের কমপক্ষে করতে হবে ৪০০ রান। জয়টা পেতে হবে অন্তত ৩১৬ রানের! সেক্ষেত্রে বাংলাদেশকে ৮৪ রানে অলআউট করতে হবে তাদের। তা পারলেই কেবল নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যাবে পাকিস্তান।

এবারের বিশ্বকাপে শুরুটা খুব খারাপ হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। এমনকি পরের দিকে তাদের খেলা দেখে অনেকেরই মনে পড়ছিল ১৯৯২এর কথা। শুরুতে বিপর্যস্ত হয়েও ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সেবার শুধু ঘুরেই দাঁড়ায়নি, একেবারে চ্যাম্পিয়ন হয়ে তবেই থেমেছিল। কিন্তু সাতাশ বছর আগের সেই স্বপ্নের প্রত্যাবর্তন করা সম্ভব হলো না সরফরাজ আহমেদের দলের। তবে তারা যে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে সেমি-ফাইনালের সম্ভাবনা তৈরি করেছে, তা পাকিস্তানের মত অসীম প্রতিভাশালী আর জেদি দলের পক্ষেই সম্ভব।

অন্যদিকে বাংলাদেশ খুব বেশি প্রত্যাশা নিয়ে না এলেও যথেষ্ট চমকে দিয়েছে সবাইকে। তাদের অলরাউন্ডার সাকিব আল হাসান তো অমানুষিক রকমের ধারাবাহিকতা দেখিয়েছেন গোটা টুর্নামেন্টে। সব বিভাগে তাঁর উজ্জ্বল অবদানের সাহায্যে প্রথম সারির দলগুলোর সঙ্গে সমানে সমানে লড়েছে বাংলাদেশ। আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের অনায়াস জয় ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২১ রান তাড়া করে আট ওভার বাকি থাকতেই জিতে যাওয়া, আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে টক্কর দেওয়ার গল্প বহু বছর পরেও লোকের মনে থাকবে।

দুদলেই প্রতিভার ছড়াছড়ি, কিন্তু স্ট্র্যাটেজি, ধারাবাহিকতা আর পেশাদারিত্বে একটু পিছিয়ে থাকায় জন্যই হয়তো সেমি-ফাইনালে যাওয়া হল না তাদের। কিন্তু শেষ ম্যাচে দারুণ কিছু করে দেখিয়ে আনন্দের স্মৃতি নিয়ে ফিরতে পারবেন তারা?

ম্যাচটির আগে আবহাওয়া অফিসও সুখবর জানাচ্ছে। ম্যাচ চলাকালে লর্ডসে থাকবে ঝকঝকে রোদ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।