বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫   আষাঢ় ২৬ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

উষ্ণ ছবি শেয়ার করে সোনমের উদযাপন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রুপালি পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে সোনমের অনুসরণকারীর সংখ্যা ২০ মিলিয়ন ছাড়িয়েছে। আর তাই এবার নিজের ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা।

ছবির ক্যাপশনে লিখেছেন, ২০ মিলিয়ন ফলোয়ার? টিয়া রঙের কাঁধখোলা পোশাক পরা সোনমকে উষ্ণ লাগছে। একটির ক্যাপশনে লিখেছেন, শীতল থাকতে চেষ্টা করি, কিন্তু এখন যেন লাফাচ্ছি, কারণটা যে ২০ মিলিয়ন।

বড়পর্দার পর এবার একটি ওয়েব সিরিজ দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক করবেন সোনম কাপুর।

 

সোনমকে সর্বশেষ ‘এক ল্যাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমায় দেখা যায়। ছবিতে সোনমকে সমকামীর ভূমিকায় দেখা যায়।