বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

এবার কানাডার পর কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

কানাডার পর এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ভূমিকম্পে কয়েকবার কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর আগে বৃহস্পতিবার কানাডার ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটি এদিন সমন্বিত আন্তর্জাতিক সময় দুপুর ১টার পরপর ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর লস এঞ্জেলেসের ১৫০ কিলোমিটার দূরে আঘাত করে। এখন পর্যন্ত এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এই অঞ্চলে গেল কয়েক বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন (৪.৭, ৩.৫, ৩.৮ ও ৪.২ মাত্রা) রেকর্ড করা হয়েছে।

 

এদিকে ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস এঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হলেও রানওয়ের কোনো অসুবিধা না হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, মধ্য লস এঞ্জেলেসে ভূমিকম্পটি কিছুটা সময় স্থির ছিল। ভূমিকম্পে অন্তত ২৫ বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। এর কারণে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।