বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

জাপানে তিন শহর খালি করার নির্দেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জাপানের তিনটি শহর খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই শহরগুলোর নাগরিকদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। খবর- জাপান টাইমস।

কাগোসিমা প্রদেশে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে প্রদেশটির তিনটি শহর ও কিউশুর কিছু এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। 

বুধবার কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলেছে। শহরগুলোতে বুধবার পর্যন্ত এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।