বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

নারী হলেন ৭২ বছরের ‍বৃদ্ধ জিন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৪ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয়েছেন জিন ইউ নামে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। বুধবার চীনের গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের বেইজিংয়ের ওই বাসিন্দার অস্ত্রোপচার হয়। কয়েক ঘণ্টার ওই অস্ত্রোপচারে নারীতে রূপান্তরিত হন ওই ব্যক্তি। 

জিন বলেন, আমি আমার নারী হওয়ার ইচ্ছা পূরণ করেছি। 

দেশটির সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, অস্ত্রোপচার শুরু হওয়ার পূর্বে তাকে সহস্রাধিক প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং বেশকিছু পরীক্ষা করতে হয়েছে।

জিনের বাবার তিনটি ছেলে সন্তান থাকলেও তিনি নাকি সবসময় মেয়েদের মতোই পোশাক পরতেন। ওই সময়ে তার বাবা-মা একটা মেয়ের প্রত্যাশা করেছিলেন।

 

১৯৭০ সালে বিয়ে করেন জিন। এর কয়েক বছর এক মেয়ে সন্তানের পিতা হন তিনি। 

অস্ত্রোপচার করতে হুইঝৌতে নিজের স্ত্রী লেং রুইয়ের সঙ্গেই এসেছিলেন তিনি। স্বামীর সিদ্ধান্তকে নিজে পুরোপুরি সমর্থন করেন বলে জানিয়েছেন রুই।

তিনি বলেন, স্বামী থেকে জিন এখন আমার ঘনিষ্ঠ মেয়ে বন্ধু হয়েছে এবং এখন আমাদের সম্পর্ক অনেকটাই বোনের মতো।