শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

জুভেন্টাসে ফিরলেন বুফন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

পিএসজি থেকে ফের প্রিয় ক্লাব জুভেন্টাসে ফিরলেন ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি বুফন।

সেরি আর সফলতম ক্লাবটিতে দীর্ঘ ১৭ বছর কাটিয়ে গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন বুফন।

প্যারিসের ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেন লিগ ওয়ান শিরোপা। পরে গত ৫ জুন পিএসজি ছাড়ার ঘোষণা দেন ইতালির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক।

 

জুভেন্টাসের হয়ে ৬৫৬টি ম্যাচ খেলে নয়বার সেরি আসহ অনেক শিরোপা জিতেন তিনি। সেরি আয় আর মাত্র আটটি ম্যাচ খেললেই এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনিকে টপকে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন বুফন।

বুফনের ক্যারিয়ারে একমাত্র অধরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৩, ২০১৪ ও ২০১৭ সালে প্রতিযোগিতাটির ফাইনাল খেললেও শিরোপাটি জেতা হয়নি তার।