আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রবেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

আন্তর্জাতিক ফুটবলের পর এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের সাবেক উইঙ্গার আরিয়েন রবেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রবেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমি অনেক ভেবেছি এবং আমি আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
ইংলিশ ক্লাব চেলসি ও স্বদেশের ক্লাব পিএসভি আইন্দহোভেনেও খেলেছেন রবেন। ক্যারিয়ারে মোট পাঁচটি দলে খেলে সব ক্লাবের হয়েই শিরোপা জিতেছেন তিনি।
গত বছর জাতীয় দলকে বিদায় জানানো রবেন সবচেয়ে লম্বা সময় কাটিয়েছেন জার্মান ক্লাব বায়ার্নে। ২০০৯-২০১৯ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলে মোট আটটি বুন্ডেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
২০০৪ সালে চেলসিতে যোগ দিয়ে ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগসহ মোট ৬টি শিরোপা জিতেন রবেন। পরে ২০০৭ সালে যোগ দেন রিয়ালে। স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই লা লিগা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি।
২০১০ বিশ্বকাপের রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের সদস্য রবেন জাতীয় দলের হয়ে মোট ৯৬ ম্যাচ খেলেন।