শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে ইউসুফের রসিকতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩১ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে পাকিস্তানের। তবে ক্ষীণ একটি সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে সরফরাজদের। প্রথমে ব্যাট করে আগে স্কোরবোর্ডে তুলতে হবে ৫০০-৬০০ রান। শুধু তাই নয়, টাইগারদের হারাতে হবে অকল্পনীয় ব্যবধানে।

তাই পাকিস্তানের সেমিফাইনালের সেই আশা না রাখাই ভালো। এমনকি সাবেক ক্রিকেটাররাও নিজেদের উত্তরসূরিদের শেষ চারে দেখছেন না। মোহাম্মদ ইউসুফ তো এ নিয়ে রসিকতা করেই বসলেন, বাংলাদেশের ক্রিকেটারদের উপর বজ্রপাত হলেই তিনি কেবল সেমিফাইনালে দেখছেন সরফরাজ আহমেদের দলকে!

৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বলেন, পাকিস্তান বাদ পড়ে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশ দলের উপর বজ্রপাত হলে তারা খেলতে পারবে না, অথবা যখন তাদের সবাই খেলার জন্য আনফিট হয়ে যাবে…সেক্ষেত্রে হয়ত পাকিস্তান সেমিফাইনালে যাবে!

 

বলে দিয়েছেন আরো একটি উপায়। সেটা শুনে হাসি ধরে রাখা কঠিন হবে পাঠকদের জন্য। রসিক ইউসুফ বলেন, না হয় আমাদের ১ ওভারে ১০ রানের লক্ষ্য তাড়া করতে হবে। শুধু এমন মুহূর্ত এলেই আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারি।