৫০০-৬০০ রান ‘হাই তোলা’র মতো সহজ নয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৯ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

এজবাস্টনেই বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন চূর্ণ হয়ে গেছে। তাই লর্ডসে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে জয়-পরাজয় টাইগারদের বিশ্বকাপে তেমন বিশেষ কোনো প্রভাব ফেলছে না। তবে এই ম্যাচকে ঘিরেই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেমিফাইনালের স্বপ্ন এখনো বুনছেন।
যদিও সমীকরণ আকাশচুম্বী। তবুও আশাবাদী হতে ক্ষতি নেই! তাই তো পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বাংলাদেশ দলের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ করতে ৫০০ বা ৬০০ রান করতে চান। আর এই রান তো সরফরাজের 'হাই তোলা'র মতো সহজ কাজ নয়!
বৃহস্পতিবার লর্ডসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সরফরাজ আহমেদ এ অদ্ভুত রান করার কথাই বলেন। তিনি বলেন, আমাদের ৫০০, ৫৫০ করতে হবে এবং ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে, রান করতে হবে। এটার পেছনে ব্যাখ্যা কী জানি না। এখানে আমার আসলে কিছু করার নেই। কিন্তু এ টুর্নামেন্টের দিকে নজর রাখলে জানার কথা এটা ২৮০-৩০০ রানের টুর্নামেন্ট।
সরফরাজ তার চেষ্টার কথা বলছেন। তবে এটা যে সম্ভব নয় সেটাও বলে দিয়েছেন, তিনি বলেন, হ্যাঁ, এটা অনেক কঠিন। ৩০৬ (৩০৭) অনেক বড় ব্যবধান। আমরা সেরাটা দেব, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। যে উইকেটে আপনি আগে ব্যাটিং করে ৬০০, ৫০০ কিংবা ৪০০ করবেন, সে উইকেটে প্রতিপক্ষকে ৫০ রানে অলআউট করা সম্ভব? এটা অনেক কঠিন হবে তবে আমরা চেষ্টা করব।
কাগজ-কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ এখনো আছে। সমীকরণটা এতই অদ্ভুত, শেষ চারে যাওয়ার আশা আসলে স্বয়ং পাকিস্তানও করছে না।
এই সমীকরণের প্রথম শর্ত হচ্ছে পরে ব্যাট করা চলবে না। আর আগে ব্যাটিং করলে বাংলাদেশকে হারাতে হবে কমপক্ষে ৩০৭ রানের ব্যবধানে! এটা কি আদৌ সম্ভব?
তার চেয়ে তো সহজ সমীকরণ তো বাংলাদেশের জয়। কারণ, পয়েন্ট টেবিলের হিসেব বাদ দিলে বিশ্বকাপটা যে বাংলাদেশের একেবারে খারাপ যায়নি, তা বলাই যায়। আর এটি প্রমাণ করতে মাশরাফিরাও চাইবেন ম্যাচটা জিততে। এটাই তো টিম টাইগারদের জন্য হবে সহজ সমীকরণ।