পাকিস্তানের বিপক্ষে এগিয়ে টাইগাররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৬ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড হারায় কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে পাকিস্তানের। সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অলৌকিক কিছু করা ছাড়া উপায় নেই সরফরাজ বাহিনীর।
এর মধ্যে প্রধান শর্তই হলো প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান করলে ৩৯ রানের বেশি করতে দেওয়া যাবেনা টাইগারদের।
অর্থাৎ টাইগারদের হারাতে হবে কমপক্ষে ৩১১ রানের বড় ব্যবধানে। আবার টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নামলে পাকিস্তানের আশার সমাধি রচিত হবে সেখানেই।
তবে এতো জটিল সমীকরণ জেনেও আশাবাদী পাকিস্তান। রাউন্ড রবিন এ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার লর্ডসে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা। ভারতের বিপক্ষে হারের ফলে আগেই শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে মাশরাফি-সাকিবদের। তবে পাকিস্তানের টিকে রয়েছে মিরাকেলের ওপর।
তবুও সেমির আশা ছাড়ছে না পাকিস্তান। জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামছে তারা। এক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাচ্ছে সরফরাজের দল। বাংলাদেশ একাদশ জানা না গেলেও আফগানিস্তানের বিপক্ষে খেলানো একাদশ নিয়েই মাঠে নামতে চায় তারা।
এতো হিসেব নিকেশের পরেও পাকদের বিপক্ষে সবদিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাদের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান নিয়ে এবারের বিশ্বকাপ আসর শেষ করতে চান মাশরাফী।
ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।