নারী বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০০ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

নারী বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। ফেবারিট সুইডেনকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। অন্যদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এটি সব মিলিয়ে নারী বিশ্বকাপে তাদের পঞ্চম ফাইনাল।
সেমিফাইনালে টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় পেয়েছে নেদারল্যান্ড। দুইবারের সেমিফাইনালিস্ট, এবারের টুর্নামেন্টের হট ফেবারিট সুইডিশ মেয়েদের হারাতে ডাচদের হয়ে অতিরিক্ত সময়ে (৯৯ মিনিটে) গোল করেন জ্যাকি গ্রোয়েনেন।
অন্যদিকে প্রথম সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পথে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন ক্রিস্টেন প্রেস ও অ্যালেক্স মরগান। ইংলিশদের হয়ে এক গোল শোধ দেন অ্যালেন হোয়াইট। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ এসেছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্টেফ হাউটন।
নারী বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই ফ্রান্সের লিঁওতে।