ফের চেলসিতে ফিরলেন ল্যাম্পার্ড!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব ডার্বি কাউন্টি ছেড়ে চেলসিতে এই দায়িত্ব নিতে যাচ্ছেন ৪১ বছর বয়সী ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিচ্ছেন এ ক্লাব কিংবদন্তী। জুনে মাউরিজিও সারি চেলসি ছেড়ে জুভেন্টাসের কোচিং এর দায়িত্ব নেয়াতে এ জায়গাটা খালি হয়ে যায়। তার স্থলাভিষিক্ত হবেন ল্যাম্পার্ড।
চেলসিতে খেলোয়াড় হিসেবে জীবনের ১৩ টি মৌসুম কাটিয়েছেন ল্যাম্পার্ড। ২০১৪ সালে চেলসি ছাড়েন তিনি। ক্লাবটির হয়ে ৬৪৮ ম্যাচ খেলে মোট ১১টি মেজর শিরোপা জিতেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ প্রায়ই সবই উপহার দিয়েছেন চেলসিকে। এবার পালা ডাগ আউট থেকে নির্দেশনা দেয়ার।
ল্যাম্পার্ড বলেন, “আমি হেড কোচ হিসেবে চেলসিতে ফিরতে পেরে গর্বিত।"
“সবাই জানে এই ক্লাবের জন্য আমার ভালোবাসা কতটা আর আমাদের ইতিহাস। তবে এই মুহুর্তে আমার একমাত্র মনোযোগ আমার কাজে এবং আগামী মৌসুমের জন্য দলকে প্রস্তুত করার দিকে।"
“আমি এখানে কঠোর পরিশ্রম করে ক্লাবকে আরো সাফল্য এনে দিতে এসেছি। কাজ শুরু করতে আমার আর তর সইছে না”।