শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

সঞ্জয় কথার ডায়রিয়ায় আক্রান্ত: জাদেজা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

এবারের বিশ্বকাপে নানা কারণেই আলোচিত সমালোচিত ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে রবীন্দ্র জাদেজার সমালোচনা করেছিলেন তিনি। এবার টুইটারে তাকেই এক হাত নিলেন জাদেজা। বলেছেন, মাঞ্জরেকার নাকি ‘কথার ডায়রিয়া’ রোগে আক্রান্ত! 

দুজনের এই টুইটযুদ্ধের সূত্রপাত বাংলাদেশ-ভারত ম্যাচের আগে। ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জাদেজার একাদশে ঢোকার ইঙ্গিত দিয়েছিলেন। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত খুব একটা পছন্দ হয়নি মাঞ্জরেকারের। জাদেজাকে যে তিনি পছন্দ করেন না, সেটিই যেন আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন ভারতের হয়ে ৩৭ টি টেস্ট ও ৭৪ টি ওয়ানডে খেলা মাঞ্জরেকার।

 

টুইট করে তিনি বলেন, ‘আমি বিটস অ্যান্ড পিসেস (যারা সব কাজই টুকরো টুকরোভাবে করতে পারেন, কিন্তু কোনো কাজেই বিশেষজ্ঞ নয়) খেলোয়াড়দের খুব একটা ভক্ত নই। ওয়ানডে ক্যারিয়ারে এ মুহূর্তে জাদেজা ঠিক এ অবস্থাতেই আছে। সে টেস্ট খেলে শুধুমাত্র বোলার হিসেবে। ওয়ানডেতে আমি এমন খেলোয়াড় চাই, যে ব্যাটিং করতে জানে, সঙ্গে বোলিংটাও পারে।'

 

 

তার এমন মন্তব্যে যেনো জ্বলে উঠেছেন জাদেজা। মাঞ্জরেকারের সমালোচনা যে ভালোভাবে নিতে পারেননি, সেটা বোঝানোর জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকেই। মঙ্গলবার টুইটে জাদেজা বেশ সোজাসুজিভাবে আক্রমণ করেন মাঞ্জরেকারকে।

জাদেজা তার টুইটে বলেন, “আপনি ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন, আমি এর মধ্যেই এর চেয়ে দ্বিগুণ ম্যাচ খেলে ফেলেছি এবং এখনো খেলছি। মানুষ যা অর্জন করেছে, সেটিকে সম্মান করতে শিখুন। আপনার ‘কথার ডায়রিয়া’ যথেষ্ট দেখা হয়ে গেছে আমার।”

দেখা যাক কোথায় গিয়ে থামে দুজনের এই টুইট যুদ্ধ।