রাইডুর অবসরে হতাশ ভারতীয় ক্রিকেটাররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫২ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

আম্বাতি রাইডু স্বপ্ন দেখেছিলেন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার। নিবার্চকরা সুযোগ দেননি। হতাশা থেকেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়ে বিস্মিত-হতাশ হয়েছেন সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেট তারকারা। কেউ কেউ আবার তার অবসরের সিদ্ধান্তের জন্য বোর্ডকে দায়ী করেছেন।
অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার অবসরের কথা বোর্ডকে ই মেইল করে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে সরে গেলাম। বিসিসিআই এবং যে সমস্ত রাজ্য দলের হয়ে খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ।’ রায়ডুর অবসরের খবরে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘তোমাকে শুভেচ্ছা আম্বাতি। তুমি বিরাট ক্রিকেটার।’
রাইডুর অবসরের সিদ্ধান্তে বিস্মিত সাবেক তারকা গৌতম গম্ভীর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাইডুর অবসরের জন্য নির্বাচকরাই দায়ী। আর বিশ্বকাপের জন্য যে দলটা গড়েছে তা চূড়ান্ত হতাশাজনক। যে পাঁচজন নির্বাচক কমিটিতে আছে তাদের মোট রানের থেকে রাইডুর রান অনেক বেশি।’
বীরেন্দ্রর সেবাগ বলেন, ‘ওকে বিশ্বকাপ দলে না নেয়া অত্যন্ত বেদনাদায়ক।’
রাইডু খেলেছেন হায়দরাবাদ, বরোদা, অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভের হয়ে। ভারতীয় দলের হয়ে রাইডুর ৫৫ ওয়ানডে’তে রান ১৬৯৪। গড় ৪৭.০৫।