শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

দানি আলভেজের মেসিপ্রীতি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

দানি আলভেজের সঙ্গে মেসির সম্পর্ক বেশ পুরনো। একসাথে কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। দানির বার্সেলোনায় আট বছরের ক্যারিয়ারে পেয়েছেন মেসির সান্নিধ্য, কাটিয়েছেন মধুরতম সময়। এবার বন্ধু মেসিকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন ব্রাজিলের এ অধিনায়ক।

কোপা আমেরিকায় গতকাল বুধবার সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে ব্রাজিল। ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরেন দানি। সেই জড়িয়ে ধরা ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই সাথে মেসির প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন কথামালায়।

 

 

ছবির ক্যাপশনে দানি লেখেন, ‘ফুটবলে কেউ জয়ী হয়, কেউবা পরাজিত। কিন্তু সবার সাথে ভালোবাসা, সম্মান, প্রশংসা এবং যোগাযোগ থাকতে পারে না। যারা আপনাকে ফুটবল ইতিহাসে আপনার নাম রাখতে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। মানুষের মহত্ব মাপা হয় না যা দ্বারা তারা তাদের দেশে প্রতিনিধিত্ব করে বা তাদের পেশা নিয়ে বেঁচে থাকে।

আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে থাকা সবসময় বড় সম্মানের। আমাদের যদি দেশের জার্সি আলাদা করে দেয়, তবুও তো আমরা অন্যভাবে একে অপরের সঙ্গে মিশে আছি।’