শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

‘বাংলাদেশের ওপর বজ্রপাতই পাকিস্তানকে সেমিতে নিতে পারে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

বিশ্বকাপের দ্বাদশ আসরের গ্রুপ পর্বের ম্যাচ শেষের পথে। সেমিফাইনালের চার দল ও নিশ্চিত বলা যায়। তারপও ও খাতা কলমে ঝুলে আছে পাকিস্তান। নিউজিল্যান্ডর বিপক্ষে ইংল্যান্ডের জয়ই পাকিস্তানকে ছিটকে দিয়েছে। কারণ সেমিতে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে!  ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯০ রানের ব্যবধানে জয় আছে। আর বাংলাদেশের কাছে পাকিস্তান হারলেতো বিদায়ই।

এমন পরিসংখ্যানে পাকিস্তানেরই সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ নিজ দলকে বিদ্রুপের সুরে এক তথ্য দিয়ে জানিয়ে দিলেন, সেমিতে যেতে হলে বাংলাদেশ দলের ওপর হয় বজ্রপাত হতে হবে, অন্যথায় তাদের ১০ রানে অলআউট করতে হবে!

শুক্রবার লর্ডসে বাংলাদেশ ও পাকিস্তান লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। ভারতের বিপক্ষে হারে বাংলাদেশের আশা আগেই শেষ হয়েছে। তবে পাকিস্তানের টিকে রয়েছে কোনো একটি মিরাকেলের ওপর। যদিও বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করতে নামলে পাকিস্তানের আশার সেখানেই সমাপ্তি হবে।

 

এ ম্যাচের আগে ঠাট্টা করে পাকিস্তানের সম্ভাবনার কথা জানিয়ে দিলেন ইউসুফ, ‘কোনো সন্দেহ নেই পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তবে বাংলাদেশ দলের ওপর যদি বজ্রপাত হয়, অথবা তারা ১০ রানে অলআউট হয় তবেই আমাদের সুযোগ থাকবে।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি কোনো খারাপ দলের বিপক্ষেও খেলেন, তবুও এমন পরিস্থিতি পার করা সম্ভব না। আমার কাছে ৩১৬ রানের জয় খুবই কঠিন।’