শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৬ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

পানির কারণে বন্ধ বৃষ্টির দৃশ্যের শুটিং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

ভারতের তামিলনাড়ুতে চলমান তীব্র পানি সংকটের কারণে সিনেমায় বৃষ্টির দৃশ্য না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার চলচ্চিত্র নির্মাতারা। তামিল পরিচালক জি ধনঞ্জয়ন বলেন, বৃষ্টির দৃশ্য এখন এড়িয়ে যাওয়া হচ্ছে। বেশি পরিমাণে জল অপচয় অপরাধের সামিল। এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।

কিন্তু কোনো ছবিতে বৃষ্টির দৃশ্য যদি অপরিহার্য হয়? সেক্ষেত্রে পুরো একটপা বাড়ি নয় বরং শুধুমাত্র একটি জানলার দৃশ্যপটে দেখানো হবে বৃষ্টি। এর জন্য মাত্র এক বালতি পানি হলেই চলবে বলে জানান জি ধনঞ্জয়ন।

এছাড়া আকাশবাণীতে ‘মন কি বাত’ শীর্ষক মাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানি সমস্যা মোকাবিলায় ৩টি পরামর্শ দেন দেশবাসীকে। প্রথম, সচেতনতা। ক্রীড়া, বিনোদন, শিক্ষা জগতের মানুষ সংস্থার কাছে তার আবেদন, পানি সংরক্ষণের জন্য প্রচার চালাতে তারা যেন মুখ্য ভূমিকা নেয়। দ্বিতীয়, পানি সংরক্ষণের প্রথাগত জ্ঞানকে আরো বেশি কাজে লাগাতে হবে। তৃতীয়, কোনো ব্যক্তি বা অলাভজনক সংস্থা যদি এ বিষয়ে কাজ করে থাকে, তাদের কর্মকাণ্ড আরো বেশি করে তুলে ধরতে হবে।

 

চেন্নাইয়ের জলসঙ্কট নজর কেড়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও। লিওনার্দো দি ক্যাপ্রিও বিবিসির একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, একমাত্র বৃষ্টিই চেন্নাই শহরকে রক্ষা করতে পারে।

এদিকে,  বিভিন্ন গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১৫ মাসের মধ্যে চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদ-সহ ২১ একটি শহরে পানির অভাব দেখা দিতে চলেছে। ২০৩০ সালের মধ্যে ভারতে ৪০ শতাংশ মানুষের কাছে থাকবে না খাওয়ার মতো পানীয় জল।