শুক্রবার   ১৮ জুলাই ২০২৫   শ্রাবণ ২ ১৪৩২   ২২ মুহররম ১৪৪৭

ম্যাসেজের উত্তর দিচ্ছে চ্যাটবট, বুঝতেই পারলেন না বান্ধবী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১১ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে টেক্সট বা ভয়েসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বার্তালাপ চলানো হয়। সেখানে চ্যাটবটের উল্টো দিকে থাকা ব্যক্তি অনেক সময় বুঝতেও পারবেন না, কে উত্তর দিচ্ছেন। এমনই একটি প্রোগ্রাম তৈরি করেছেন চীনের এক ইঞ্জিনিয়ার লি কাইজিয়াং।

লি চীনা সোশ্যাল মিডিয়া উইবোর অ্যাকাউন্টে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেখানে বান্ধবীর সঙ্গে তার অ্যাকাউন্টে চ্যাটবটের মাধ্যমে চলা কথোপকথনের স্ক্রিন শট দিয়েছিলেন। কার সঙ্গে চ্যাট করছেন তার বান্ধবী বুঝতে তো পারেনইনি সেই সঙ্গে অবাক হয়েছিলেন কীভাবে লি এত দ্রুত উত্তর দিচ্ছেন!

পরে লি তার অ্যাকাউন্ট থেকে ওই চ্যাটের স্ক্রিন শট মুছে দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ মিটিং থেকে বেরিয়ে দেখেন, বন্ধবীর ও চ্যাটবটের মধ্যে ৩০০টি মেসেজ আদান প্রদান হয়েছে।