বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

সিরিয়ায় ইরানিদের লক্ষ্যে ইসরায়েলের হামলা, নিহত ১৬

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

সিরিয়ার হোমসপ্রদেশ ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইরানিদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২১ জন। 

সোমবার হোমস ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার রাতে লেবাননের আকাশসীমা থেকে তারা ইসরায়েলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ভূপাতিত ক্ষেপণাস্ত্রের কিছু অংশ সিরিয়ার ভেতরেও পড়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার।

 

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে এর আগেও বহুবার ইসরায়েল সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।