স্বপ্ন ভেঙ্গে চুরমার বাংলাদেশ-আর্জেন্টিনা সমর্থকদের!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৯ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙ্গে গেছে বাংলাদেশের। অপরদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল।
ফলে একদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে কান্নার সুর। অপরদিকে সেই বেদনা ভুলতে না ভুলতেই বাংলাদেশের আর্জেন্টিনা মেসি ভক্তদের হৃদয় ভেঙে খান খান। একের পর এক আঘাত। যেন দুইটি দুঃখ একাকার হয়ে গেল!
মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে মাশরাফী বাহিনীকে ২৮ রানে হারিয়েছে কোহলিরা। ভারতের ছুঁড়ে দেয়া ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে সব কটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৮৬ রান।
এই হারের ফলে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেল বাংলাদেশ। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেল ভারত। তবে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
অপরদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো দুজনই করেছেন একটি করে গোল এবং একে অপরের গোলে এসিস্ট।