ক্রিকেটের রেকর্ড ইতিহাসে সাকিব ওয়ান অ্যান্ড অনলি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০২ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

এবারের বিশ্বকাপে সাকিব যেনো আবির্ভূত হয়েছেন নতুন রূপে। ব্যাট বল দুদিকেই সমানতালে লড়ে যাচ্ছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।
আজ ভারতের বিপক্ষে খেলতে নেমে গড়লেন নতুন আরেকটি রেকর্ড। স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। যে রেকর্ডে নেই আর কারও নাম। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে এই প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ডটি করলেন সাকিব।
এ ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক আসরে ৫০০ রান করেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে ৪র্থ ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এর সঙ্গে নাম লেখান নতুন এক ইতিহাসে। বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ও ১১ উইকেট নেয়ার রেকর্ড আর কোন ক্রিকেটারের ঝুলিতে নেই।
অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসেরই প্রথম খেলোয়াড় হিসেবে এক টুর্নামেন্টে ৫০০ রান ও ১১ উইকেট পেয়েছেন সাকিব। যা করতে পারেননি আর কেউ। এমন রেকর্ড তো সাকিব আল হাসানের পাশেই মানায়।