শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

আমির-সামি-মালিঙ্গাকে টপকালেন মুস্তাফিজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ১০ ওভারে এক মেডেনসহ ৫৯ রানে ৫ উইকেট শিকার করেন কাটার মাস্টার।

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক ও মোহাম্মদ সামির উইকেট শিকার করেন মুস্তাফিজ।

এ পাঁচ ব্যাটসম্যানকে আউট করার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে উইকেট সংগ্রহে শীর্ষে থাকা সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামিকে টপকালেন কাটার মাস্টার। বিশ্বকাপে সাত ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

সাত ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ছয় ম্যাচে ১২ উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি তুল্য পেসার লাসিথ মালিঙ্গা। মাত্র চার ম্যাচে ১৩ উইকেট শিকার করেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি।

তবে আট ম্যাচে ২৪ উইকেট শিকার করে ধরা ছোঁয়ার বাইরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিসেল স্টার্ক। সাত ম্যাচে ১৭ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডেরে পেসার লুকি ফার্গুনসন।

সাত ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। আট ম্যাচে ১৬ উইকেট শিকার করেন ইংল্যান্ডের তরুণ পেসার জফরা আর্চার।

তবে এবারের বিশ্বকাপে প্রথমবার পাঁচ উইকেট শিকারের মধ্য দিয়ে মোহাম্মদ আমির ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান মুস্তাফিজ। ওভার,উইকেট অ্যাভারেজ, স্ট্রাইকরেট সবমিলে এবারের বিশ্বকাপে সেরা সাত বোলারের তালিকায় পাঁচ নম্বরে মোস্তাফিজ। ছয়ে সাকিব আর সবার শেষে মোহাম্মদ আমির। তবে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিসেল স্টার্ক। চলতি বিশ্বকাপে দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকার করেছেন স্টার্ক।

মঙ্গলবার ভারতের পাঁচ ব্যাটসম্যানকে আউট করার মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এর আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ ও ছয় উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।