শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ছয় ফিফটিতে অন্য উচ্চতায় সাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

আজও হাসছে সাকিবের ব্যাট । করেছেন আরেকটি ফিফটি। এ নিয়ে বিশ্বকাপে সাত ম্যাচে সাকিব করেছেন ৬টি ফিফটি উর্ধ্ব রান। সঙ্গে আছে ১১টি উইকেট। ‍ক্রিকেটেরে রেকর্ডপুত্র সাকিব এভাবেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে, নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। 

বিশ্বকাপের দ্বাদশ আসরে টিকে থাকার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে পার হতে হবে পাহাড়সম বাধা। দুদলের মহারণে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগে ব্যাট করে

বাংলাদেশের সামনে ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে বিশ্বকাপের ফেভারিট ভারত।

 

জবাবে রান তাড়া করতে নেমে সাকিবের ফিফটিতে ভালোভাবে এগোচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও সৌম্য। দুজনেই বেশ দেখে খেলতে থাকেন। তবে ১০ম ওভারে এসেই হয় ছন্দপতন। শামীর বলে বোল্ড হন তামিম। এর আগে করেন ২২ রান। 

সৌম্যও দারুণ শুরু করেন। তবে আরো একবার থামেন চল্লিশের ঘরে। হার্দিকের বলে ক্যাচ আউট হওয়ার আগে করেন ৩৩ রান। মুশফিকও অনুসরণ করেন সৌম্যর পথ। চাহালের বলে ২৪ করেই ফিরে যান তিনি।

সাকিব ও লিটন মিলে এখন এগিয়ে নিচ্ছেন দলকে।