শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

টাইগারদের ব্যঙ্গ করে ভারতের বিতর্কিত ভিডিও, সমালোচনার ঝড়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

বিশ্বকাপে আজ মাঠে নেমেছে ভারত-বাংলাদেশ। আজ ভারতকে হারানো ছাড়া গতি নেই বাংলাদেশের। সেমিফাইনালের আগে ভারত চাইছে আবার জয়ের ধারায় ফিরতে।

ভারত-বাংলাদেশ ম্যাচের ঠিক আগে বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে শিরোনামে ভারতের আয়ুর্বেদিক কোম্পানি ‘ডাবর’। সেই বিজ্ঞাপনে বাংলাদেশকে নিশানা বানাতে গিয়ে পরোক্ষভাবে সমগ্র বাঙালিদেরই অপমান করা হয়েছে।

২৫ সেকেন্ডের সেই বিজ্ঞাপন ভিডিওতে দেখা যায়, ভারতের জার্সি গায়ে এক ব্যক্তি বসে রয়েছেন সোফায়। তার সামনে রাখা একটি বাটিতে তিলের নাড়ু। ওই বাটি থেকে নাড়ু খাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অন্য প্রান্ত থেকে কেউ একজন জানতে চাইছিলেন, তিনি কী খাচ্ছেন?

 

ওই ব্যক্তি বলে ওঠেন, বাংলাদেশ থেকে আনা তিলের নাড়ু খাচ্ছেন। এ সময় ওই ব্যক্তিকে বলতে থাকেন, এখন তিনি বাংলাদেশি নাড়ু চিবোচ্ছেন। এই সময়েই তিনি ক্রিকেটের প্রসঙ্গ এনে বলতে থাকেন, বিশ্বকাপে ১১ ভারতীয় ক্রিকেটার শেষ করে ফেলবে বাংলাদেশ দলকে। ভিডিওর শেষ দিকে ওই ব্যক্তি আবার বিকৃত করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া-পাঠ করেন, ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর।’

ভিডিওটি ডাবরের ফেসবুক পেজে পোস্ট করার পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দুই বাংলার ক্রিকেট সমর্থকরাই নিকৃষ্টমানের এমন ভিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। বাংলাদেশিদের নিশানা করতে গিয়ে যেভাবে পুরো বাঙালিদের সংস্কৃতিকেই অপমান করেছেন, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা।

নাড়ু, রবীন্দ্রনাথের কালজয়ী ছড়া বিজ্ঞাপনে যেভাবে নেতিবাচক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে আপত্তি প্রত্যেকের। অনেকেই ডাবরের পণ্য বয়কটের ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার ভিডিওর চিত্রনাট্য যিনি লিখেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। ভিডিও নির্মাতা যথেষ্ট রিসার্চ না করেই যে বিতর্কিত ভিডিও তৈরি করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

তবে তীব্র সমালোচনার কারণে এই বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে।