আওয়ামী লীগ পেতে পারে ৬০ শতাংশ ভোট : জরিপ
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) নামের একটি প্রতিষ্ঠানের ছায়া ভোটের জরিপে দেখা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পাবে ২৪৮টি আসন। ঐক্যফ্রন্ট পাবে ৪৯টি আসন এবং স্বতন্ত্র প্রার্থী বা অন্যরা পাবে তিনটি আসন।
ছায়া ভোটের ফলাফলে দেখা গেছে, দেশের ভোটারদের ৬০ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভোট দিয়েছে ২২ শতাংশ ভোটার। ১০ শতাংশ মানুষ কাকে ভোট দেবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারেননি।
জরিপের মাধ্যমে সংগৃহীত এ ছায়া ভোটের ফলাফল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে তুলে ধরে আরডিসি। গত ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর জরিপ কার্যক্রমটি চালায় তারা।
আরডিসির ছায়া ভোটে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির পক্ষে ভোট পড়েছে ৪ শতাংশ। ৩ শতাংশ ভোটার ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে জরিপে অংশ নেয়া ৯৮ শতাংশ ভোটার বলেছেন, তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিতে চান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মতামত নেয়ার জন্য দেশের ৫১টি নির্বাচনী এলাকাতে এ জরিপ চালানো হয়। জরিপে অংশ নেন দুই হাজার ২৪৯ জন ভোটার। জরিপ পরিচালনায় যুক্ত ছিল মার্কিন পরামর্শক ফরেস্ট ই কুকসান।
