ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ কাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

ফুটবল বিশ্বে দুটি চিরপ্রতিদ্বন্দ্বী নাম ব্রাজিল-আর্জেন্টিনা। তাদের মুখোমুখি মানেই ফুটবলের ‘সুপার ক্লাসিকো’। পেলে-ম্যারাডোনার দেশের লড়াই। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার সেমিফাইনালে কাল মুখোমুখি হচ্ছে দল দুটি। ১২ বছর পর আবারো ফুটবল ভক্তদের সামনে আরো একবার সুযোগ ঐতিহ্যবাহী লড়াইয়ের স্বাদ নেয়ার। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে।
এখন পর্যন্ত চারবার কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। শিরোপা জিতেছে প্রতিবারই। সেই ধারাবাহিকতা বজায়ে সঠিক পথেই আছে তিতের শিষ্যরা। তবে সেমিফাইনালের পথটা সেলেসাওদের জন্য সহজ ছিল না। ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিন ভালোই ভুগেছে আটবারের চ্যাম্পিয়নরা। এছাড়া প্যারাগুয়ের বিপক্ষেও চোখ রাঙ্গানি দিচ্ছিল আরো একবার শুণ্য হাতে ফেরার ভয়।
দলের মূল তারকা নেইমারকে ছাড়া ভালোই ভুগছে ব্রাজিলিয়ান আক্রমনভাগ। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ ভাগ বল দখল আর ২৬ শট নিয়েও গোলবিহীন থাকা তারই প্রমাণ। তবে বরাবরের মতই ইস্পাতকঠিন ব্রাজিলের রক্ষনভাগ। এবারের কোপায় কোন গোল না হজমের পাশাপাশি সর্বশেষ ১৪ ম্যাচে ব্রাজিলের জালে বল ঢুকেছে মাত্র দুইবার।
মাম্পস থেকে সেরে উঠায় এ ম্যাচে আবার স্কোয়াডে ফিরছেন রিচার্লিসন, এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার জন্য তৈরী ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। তবে ইনজুরি শঙ্কা আছে লেফটব্যাক ফেলিপে লুইস আর ফার্নান্দিনহোকে নিয়ে।
১৯৯৩ সালের পর আর কখনো কোপা আমেরিকা না জিতলেও গত ১৫ বছরে আর্জেন্টিনার রেকর্ড খারাপ বলা যাবে না মোটেও। সর্বশেষ পাঁচ আসরে আলবিসেলেস্তেরা ফাইনাল খেলেছে চারবার। দেশের হয়ে প্রথম শিরোপার অপেক্ষায় থাকা মেসি আরো একবার ফাইনালের পথে। তবে সেমিফাইনালে উঠলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। বাদ পড়ার শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকেই। বড় মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই বাজে খেলার বৃত্ত থেকে বের হয়ে আসবে ১৪ বারের চ্যাম্পিয়নরা এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
নতুন কোন ইনজুরি নেই আর্জেন্টিনা শিবিরে। আগের ম্যাচের মতই মেসি, আগুয়েরোর সাথে আক্রমনের দায়িত্বে থাকবেন লাউতারো। আরো একবার বেঞ্চে বসে থাকার সম্ভাবনা প্রবল ডি মারিয়া আর পাওলো দিবালার।
এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের ঘরে গেছে ৮ টি। আর্জেন্টিনার সর্বশেষ শিরোপা এসেছিল ১৯৯৩ সালে আর ব্রাজিলের ২০০৭। কোপা আমেরিকা সহ যেকোন প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৭ সালের পর এটিই দুই দলের প্রথম দেখা। ২০০৭ এ সর্বশেষ দেখায় এই কোপার ফাইনালেই আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।
এছাড়া কোপা আমেরিকায় সর্বশেষ ৪ ম্যাচেই আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত ব্রাজিল, শেষবার হেরেছিল ১৯৯৩ সালে।
সব ধরনের ম্যাচে দুই দলের সর্বশেষ দেখায় গত অক্টোবরে সৌদি আরবে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ব্রাজিল। সব মিলিয়ে দুই দলের ১১০ বারের দেখায় ব্রাজিলের ৪৫ জয়ের বিপরীতে, আর্জেন্টিনার জয় ৩৯ টি।